434

04/18/2024 ফেসবুকের বদলে ‘সিগন্যাল’ ব্যবহারের পরামর্শ ইলন মাস্কের

ফেসবুকের বদলে ‘সিগন্যাল’ ব্যবহারের পরামর্শ ইলন মাস্কের

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১২ জানুয়ারী ২০২১ ১৭:৩৫

সম্প্রতি হোয়াটসঅ্যাপের জন্য তৈরি করা ফেসবুকের গোপনীয়তা নীতির সমালোচনা করেছেন বর্তমান বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এখন থেকে ফেসবুকের পরিবর্তে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ‌‘সিগন্যাল’ ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

ইলন মাস্কের টুইটটি রিটুইট করেন টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসি। এর কিছুক্ষণ পরেই সিগন্যাল টুইট করে জানায়, নতুন ব্যবহারকারীদের ঢেউ সামলাতে তারা কাজ চালিয়ে যাচ্ছে।

এর আগে ২০১৮ সালে গোপনীয়তা নীতি নিয়ে ফেসবুকের সমালোচনা করেছিলেন মাস্ক। তখন তিনি নিজের ব্যক্তিগত পেজ ও তার মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলা এবং স্পেসএক্সের পেজ ফেসবুক থেকে সরিয়ে ফেলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]