457

04/04/2025 অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন কারিশমা

অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন কারিশমা

বিনোদন ডেস্ক

১৬ জানুয়ারী ২০২১ ২৩:০৯

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি বিক্রি করে দিয়েছেন।

মুম্বাইয়ের খার এলাকার বিলাসবহুল কমপ্লেক্স রোজ কুইনের অ্যাপার্টমেন্টটিতে থাকতেন এই অভিনেত্রী ও তার মা ববিতা কাপুর।

বলিউড হাঙ্গামাসহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এক হাজার ৬১০ স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্টটি কারিশমা কাপুর বিক্রি করেছেন ১০ কোটি ১১ লাখ রুপিতে, বাংলাদেশের মুদ্রায় যা সাড়ে ১১ কোটি টাকার বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে বান্দ্রার একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করেছিলেন কারিশমা কাপুর। ৬৭৫ বর্গফুটের ওই অ্যাপার্টমেন্টেটি ১ দশমিক ৩৯ কোটিতে বিক্রি করেছিলেন কারিশমা।

রোজ কুইনের অ্যাপার্টমেন্ট বিক্রি করে কারিশমা কাপুর নতুন কোনো বাড়ি কিনছেন কিনা, তার কোনো খবর এখনও প্রকাশ হয়নি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]