ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে দেশে ফিরলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার ২৬ ফেব্রুয়ারি সকালে ঢাকা ফেরেন তিনি।
সকাল সাড়ে ৯টায় ভিসতারা এয়ারলাইন্সের (ইউকে ১৮১) একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গণমাধ্যমকে এ তথ্য জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব (আইন শাখা) আবু নাছের। এর আগে গেল ২১ ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি যান তিনি।
ডিএম/জুআসা/২০২২