4619

04/19/2025 প্রকাশ হলো নিলয়-হিমির ‘বেশরম’

প্রকাশ হলো নিলয়-হিমির ‘বেশরম’

বিনোদন ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৩১

নাটকের জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাত আক্তার হিমি। তাদের বেশ কিছু নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার এই জুটিকে নিয়ে জিয়াউদ্দিন আলম নির্মাণ করেছেন ‘বেশরম’। রোমান্টিক, কমেডি আর পারিবারিক গল্পের নাটকটি গতকাল (২৭ ফেব্রুয়ারি) `লেজার ভিশন নাটক’ ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে।

নাটকটি রচনা করেছেন ফেরারী ফরহাদ। এতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, রকি খান, শাহাবাজ সানি, বাশরী, মোস্তাক মুকুল, টাইগার মামুন প্রমুখ। এর সিনেমা ফটোগ্রাফি করেছেন নাহিয়ান বেলাল, সম্পাদনায় হাবীব, কালার করেছেন টিডি দিপক, আবহ সংগীত করেছেন সজীব।

ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী কিছু মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে নাটকটি। এটি সব ধরনের দর্শকদের ভালো লাগবে বলে জানিয়েছেন পরিচালক জিয়াউদ্দিন আলম।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]