4643

05/17/2024 ‘আমার বঙ্গবন্ধু’ অ্যাপ শিক্ষার্থীদের মধ্যে প্রচারের তাগিদ

‘আমার বঙ্গবন্ধু’ অ্যাপ শিক্ষার্থীদের মধ্যে প্রচারের তাগিদ

নিজস্ব প্রতিবেদক

২ মার্চ ২০২২ ০৩:১২

‘আমার বঙ্গবন্ধু’ মোবাইল গেমিং অ্যাপ শিক্ষার্থীদের মধ্যে প্রচার করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (১ মার্চ) মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ এবং বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী সবার মধ্যে বিশেষ করে কোমলমতি তরুণ প্রজন্মকে ডিজিটাল প্ল্যাটফর্মে খেলার ছলে শেখানোর মাধ্যমে সুনাগরিক হয়ে গড়ে ওঠার জন্য ‘আমার বঙ্গবন্ধু’ নামক এক মোবাইল গেমিং অ্যাপ নির্মিত হয়েছে। অ্যাপটি গুগল প্লে-স্টোরে বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে পাওয়া যাচ্ছে। অ্যাপটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রচার প্রচারণার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে গেমিং অ্যাপ ‘আমার বঙ্গবন্ধু’। গত ১৬ জানুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভা কক্ষে অ্যাপটির উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অ্যাপটি তৈরি করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]