4745

05/19/2024 ইউরোপে বাড়ছে মানবিক বিপর্যয়

ইউরোপে বাড়ছে মানবিক বিপর্যয়

ইন্টারন্যাশনাল ডেস্ক:

৯ মার্চ ২০২২ ০০:১৪

ইউক্রেনে রাশিয়ান সেনাবাহিনীর অভিযান দীর্ঘ হওয়ায় তীব্র হচ্ছে মানবিক বিপর্যয়। ইতোমধ্যে খাদ্য সংকট স্পষ্ট হয়ে উঠেছে দেশটিতে। এদিকে নতুন করে যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে মস্কো। মঙ্গলবার ৮ মার্চ সকালে এ যুদ্ধ বিরতি সম্পর্কে ঘোষণা দেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত। তিনি বলেন, ইউক্রেনের নাগরিকরা পছন্দমত যে কোন জায়গায় সরে যেতে পারবেন।

জাতিসংঘ বলেছে, রাশিয়ার আক্রমনের মুখে ইউরোপে শরণার্থী সংকট দ্বিতীয় বিশ্বযুদ্ধের তুলনায় খারাপ অবস্থায় পৌঁছেছে। কারণ ইউক্রেন থেকে ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে গেছে ১৭ লাখের বেশি মানুষ।

এদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানায়, পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে নিহত হয়েছেন রাশিয়ান সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল ভিতালি গেরাসিমভ। তবে এ সম্পর্কে মস্কোর কোন মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমারা তার দেশ থেকে জ্বালানি আমদানি বন্ধ করলে বিপর্যয় পরিণতি ডেকে আনবে। পুতিন আরও বলেন, ইউক্রেনে নতুন করে সেনা মোতায়েন করবে না রাশিয়া।

ডিএম/জুআসা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]