প্রত্যন্ত এলাকায় বাল্য বিয়ে, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধ; কিশোরী, মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিতের পাশাপাশি নারীদের ভাগ্য উন্নয়নে বিশেষ চেষ্টা করা হচ্ছে। এ কাজে চেষ্টা চালাচ্ছে উন্নয়ন সহযোগি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’। তাই এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্যের সাথে ফ্রেন্ডশিপের কর্মসূচীর যথেষ্ট মিল রয়েছে বলে দাবি করেছেন সংস্থার নির্বাহী পরিচালক রুনা খান। দিবসটি উপলক্ষে অনলাইন প্লাটফরমে আয়োজিত আন্তর্জাতিক ওয়েবিনারে একথা বলেন তিনি।
ফ্রেন্ডশিপ এর সিনিয়র ডিরেক্টর ও সুশাসন বিভাগের প্রধান আয়শা তাসিন খান জানান, যমুনা-ব্রহ্মপুত্র চর এলাকায় লিগ্যাল বুথের মাধ্যমে অনেক আগে থেকেই আইনি সেবা দিয়ে আসছে ফ্রেন্ডশিপ, যার প্রধান সুবিধাভোগি হতদরিদ্র ও ভুক্তভোগি নারীরা। কুড়িগ্রাম জেলা আদলত ভবনে ফ্রেন্ডশিপের ‘অনলাইন আইনি তথ্য ও সেবা কেন্দ্র’ চালু হওয়ায় চরবাসীর জন্য আইনি সেবা পাওয়া আরও সহজ হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে মত বিনিময় করেন ফ্রেন্ডশিপ বেলজিয়াম এর চেয়ার ‘রয়্যাল হাইনেস প্রিন্সেস এসমেরালডা ডি রেথি’, ফ্রেন্ডশিপ নেদারল্যান্ডস চেয়ার ডরোথী টের কুলভ এবং ফ্রেন্ডশিপ লুক্সেমবার্গ চেয়ার মার্ক এলভিনগার। আলোচনা করেন, ফ্রেন্ডশিপের এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও কমিউনিকেশন প্রধান তানজিনা শারমিন, ফ্রেন্ডশিপের সহযোগি প্রতিষ্ঠান ‘নদি’র ডেপুটি ডিরেক্টর নাজরা মাহজাবিন সাবেত এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য- ‘আজকের লিঙ্গ সমতা, আগামীর টেকসই উন্নয়ন’। ইংরেজিতে দিবসটির প্রতিপাদ্য “Gender equality today for a sustainable tomorrow”, যা ফ্রেন্ডশিপের থিমের সাথে খুব মিল, "টেকসই ভবিষ্যতের জন্য নারীর ক্ষমতায়ন"।
তারা জানান, দুর্গম এলাকায় মা,শিশু ও মহিলাদের জন্য বিশেষ স্বাস্থ্য সেবায় গুরুত্ব দিয়ে যাচ্ছে ফ্রেন্ডশিপ হাসপাতাল ও ক্লিনিকগুলো। এর পাশাপাশি দুর্গম এলাকায় নারীদের সক্ষমতা অর্জনে স্থাপিত ভকেশনাল ট্রেনিং সেন্টার বা তাঁত বুনন কেন্দ্রের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠছেন অনেক নারী। এছাড়াও হাঁস-মুরগি, গবাদি পশু পালন, বাড়ীতে শাক-সব্জি আবাদের মাধ্যমেও আয়ের পথ সুগম হয়েছে নারীদের।
ডিএম/২০২২