সাইফ চন্দনের পরিচালনায় ‘লোকাল’ নামে নতুন সিনেমায় নাম লেখালেন শবনম বুবলী ও আদর আজাদ।
এ সিনেমায় ইতোমধ্যে তারা চুক্তিবদ্ধ হয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পলিটিক্যাল থ্রিলার ঘরানার গল্পে সিনেমাটি প্রযোজনা করছে টাইগার মিডিয়া।
পরিচালক জানান, এতে মফস্বলের সেখানকার স্থানীয় মানুষদের সংগ্রাম, জীবন-যাপনসহ তাদের নানা সংস্কৃতি তুলে ধরা হবে। এজন্যই এর নাম ‘লোকাল’ রাখা হয়েছে।
আদর আজাদ বলেন, “সিনেমার চিত্রনাট্যে রয়েছে নতুনত্ব। গল্প নিয়ে এখনই কিছু বলা যাবে না। এতটুকু নিশ্চিত করতে পারি দর্শকদের জন্য চমক আছে “
৯ মার্চ থেকে ঢাকার বাইরে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে, চলতি মাসেই শেষ হবে দৃশ্যধারণ। এ সিনেমার চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ।
এর আগে বুবলী ও আদর আজাদ জুটির ‘তালাশ’ নামে একটি সিনেমায় কাজ করেছেন; সেটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
ডিএম/তাজা/২০২২