4764

01/03/2026 ওজন বেশির কারণে কাজ পাননি শ্রীলেখা!

ওজন বেশির কারণে কাজ পাননি শ্রীলেখা!

বিনোদন ডেস্ক

৯ মার্চ ২০২২ ১৯:৫৪

ফিগারের দৌড়ে সামিল না হওয়া অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এজন্য বহু কটাক্ষের শিকার হয়েছেন, কাজ হারিয়েছেন। তবু নিজেকে কোনো গণ্ডিতে আটকে রাখেননি। বরং তিনি যেমন, তেমনভাবেই পর্দায় এসেছেন। অভিনয় দিয়েই প্রশংসা কুড়িয়েছেন।

শরীর নিয়ে প্রায়শই কটূক্তি শুনতে হয় শ্রীলেখাকে। এর বিপরীতে প্রতিবাদও জানান অভিনেত্রী। নারী দিবস উপলক্ষ্যে ফের বিষয়টি নিয়ে সরব হয়েছেন তিনি। জানিয়েছেন তার তিক্ত অভিজ্ঞতার কথা।

এক সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, “আমাকে এখনো শুনতে হয়, ‘তুমি এত মোটা হয়ে গেছ কেন?’, ‘কীভাবে এত ওজন বাড়ল তোমার’, ‘মোটা হওয়ার পরেও ছোট পোশাকে ছবি তুলতে লজ্জা করে না?’-র মতো প্রশ্ন। আর এই বডি শেমিংয়ে আমি অত্যন্ত বিরক্ত। কীভাবে কেউ কোনো মানুষকে তার চেহারা, গায়ের রং বা উচ্চতা দিয়ে বিচার করতে পারে? আমার মেয়ের জন্মের পর আমার ওজন বেড়েছে। আর এটা যে কোনো মায়ের জন্য স্বাভাবিক। কিন্তু বলুন তো, কেন মানুষ ইচ্ছে হলেই এটা নিয়ে মন্তব্য করবে?”

ওজন বেশি, এ কারণে বহু কাজ থেকেও বঞ্চিত হয়েছেন শ্রীলেখা। সেই কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘এরকম অনেকবার হয়েছে পরিচালক আমাকে ফোন করে বলেছে তিনি আমাকে কাজ দিতে পারবেন না। কারণ আমার ওজন বেশি। পরবর্তীতে আমি এটা বুঝতে পারি, আমাকে ওজন কমাতে হবে কী হবে না, সেটা আমি ঠিক করব। আমিই ঠিক করব কোন পোশাকে আমাকে ভালো দেখায়, কোন পোশাকে খারাপ।’

কাছের মানুষেরাও শ্রীলেখার ওজন নিয়ে নানা কথা শুনিয়েছে, পরামর্শ দিয়েছে। তিনি বলেন, ‘আমার ঘনিষ্ঠরাও আমাকে পরামর্শ দিয়েছে, নিজেকে ঢেকে রাখা উচিত; কারণ আমার ফিগার ভালো না। কিন্তু আমি সত্যি এসব নিয়ে চিন্তিত নই, পাত্তাও দেই না। কারণ আমি জানি, কীভাবে আত্মবিশ্বাসের সঙ্গে ছোট পোশাক পরতে হয়।’

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]