4818

04/20/2025 জাবি ক্রিকেট কার্ণিভালের সেমিফাইনালে উঠলো ৩১ ও ৩৪ ব্যাচ

জাবি ক্রিকেট কার্ণিভালের সেমিফাইনালে উঠলো ৩১ ও ৩৪ ব্যাচ

নিজস্ব প্রতিবেদক:

১৩ মার্চ ২০২২ ১৯:৩৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৫০ বল ক্রিকেট কার্ণিভালের সেমিফাইনালে উঠেছে ৩১ ও ৩৪ ব্যাচ। শনিবার ১২ মার্চ বিকালে রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে জয়ী হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে দল দুটি।

প্রথম ম্যাচে ত্রোজান ৩৫ ব্যাচ কে ১৭ রানে হারায় চিরন্তন ৩৪ ব্যাচ। এই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হন ৩৪ এর কাজল। দিনের আরেক কোয়ার্টার ফাইনালে অদম্য ৩০ ব্যাচ কে ১৯ রানে হারায় লিজেন্ডারি ৩১ ব্যাচ। এখানে ম্যান অব দ্যা ম্যাচ হন লিজেন্ডারি ৩১ এর শান্ত।

আগামী ২৫ মার্চ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ব্যাচগুলোকে নিয়ে আয়োজিত ক্রিকেট কার্ণিভাল-২০২২ পরিণত হয়েছে উৎসবমুখর মিলন মেলায়। খেলোয়াড়ের পাশাপাশি অনেক প্রাক্তন ছাত্র-ছাত্রী স্বপরিবারে আসছেন রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এন্ড কলেজ মাঠে।

ডিএম/জুআসা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]