4855

04/20/2025 শিশুর ছোড়া গুলিতে প্রাণ গেলো মায়ের

শিশুর ছোড়া গুলিতে প্রাণ গেলো মায়ের

আন্তর্জাতিক ডেস্ক

১৫ মার্চ ২০২২ ২৩:৩৬

যুক্তরাষ্ট্রের শিকাগোতে তিন বছরের একটি শিশুর ছোড়া গুলিতে তার মা নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৪ মার্চ) শিকাগো পুলিশ জানিয়েছে ,দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটেছে।

মধ্য-পশ্চিমাঞ্চলীয় শহর ডলটনের একটি সুপারমার্কেটের পার্কিং লটে স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রে সচেতনতার অভাবে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে।

স্থানীয় পুলিশ জানায়, ছোট শিশুটি একটি গাড়ির পেছনের সিটে বসে ছিল, সামনে তার বাবা-মা। বাবার পিস্তল কিভাবে হাতে পেয়েছে সে বিষয়টি কেউ টেরই পায়নি। প্রথমে শিশুটি গাড়ির ভেতরেই পিস্তল নিয়ে খেলছিল। এক পর্যায়ে সে ট্রিগারে চাপ দেয়। এতেই গুলি লাগে শিশুটির মা, ২২ বছর বয়সী দায়েজাহ বেনেটকে।

গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, শিশুটির বাবাকে হাজতে নেওয়া হয়েছে এবং তদন্ত শেষে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হতে পারে।

ইভরিটাউন ফর গান সেফটির একটি রিপোর্ট বলছে, প্রতিবছর যুক্তরাষ্ট্রের শত শত বাচ্চা অনিরাপদ পিস্তল অনায়াসে পেয়ে যায় বিভিন্ন ভাবে। ঘটে দুর্ঘটনাও। বছরে অন্তত ৩৫০টির মতো এ ধরনের ঘটনা ঘটছে যুক্তরাষ্ট্রে। সংস্থাটি অস্ত্রের ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছে নাগরিকদের।

ডিএম/তাজা/২০২২

সূত্র: এএফপি, এনডিটিভি

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]