4867

05/17/2024 অবশেষে ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলতে যাচ্ছেন সাকিব

অবশেষে ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলতে যাচ্ছেন সাকিব

ক্রীড়া ডেস্ক

১৬ মার্চ ২০২২ ২১:০৩

টি-টোয়েন্টি অভিষেক হয়েছে সেই ২০১৯ সালের নভেম্বরে। পরের বছরের ফেব্রুয়ারিতে গায়ে জড়িয়েছেন ওয়ানডের জার্সিও। অবশেষে ইংল্যান্ডের হয়ে টেস্টও খেলতে যাচ্ছেন তরুণ পেসার সাকিব মাহমুদ।

দেশের হয়ে ৭ ওয়ানডে আর ১২টি টি-টোয়েন্টি খেলা সাকিবের সাদা পোশাকে অভিষেক হচ্ছে বার্বাডোজের কেনিংস্টন ওভালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে।

ইতিমধ্যেই টেস্টের একাদশ বাছাই করে ফেলেছে ইংল্যান্ড। মার্ক উডের কনুইয়ের ইনজুরিতে টেস্ট অভিষেক হচ্ছে ল্যাঙ্কাশায়ার সিমার সাকিবের।

ওলি রবিনসন নেটে পুরোদ্যমে বোলিং করেছেন। পিঠের চোটে প্রথম টেস্ট মিস করা এই পেসার দ্বিতীয় টেস্টেই ফিরছেন, মনে করা হচ্ছিল এমনটাই। কিন্তু ইংলিশ টিম ম্যানেজম্যান্ট তাকে এখনও পুরোপুরি ফিট মনে করছে না। তাই কপাল খুলেছে সাকিবের।

২৫ বছর বয়সী সাকিব প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে ৭০ উইকেট শিকার করেছেন। তবে তার দলে অন্তর্ভূক্তি মূলত বাড়তি গতির কারণেই। নিয়মিত ঘণ্টায় ৯০ মাইল গতিতে বল করতে পারেন ডানহাতি এই পেসার।

অ্যান্টিগায় ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট ড্র হয়। দ্বিতীয় টেস্ট আজ (বুধবার) শুরু হবে কেনিংস্টন ওভালে।

ইংল্যান্ডের একাদশ
অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি, জো রুট (অধিনায়ক), ড্যান লরেন্স, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, বেন ফোকস (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ক্রেইগ ওভারটন, জ্যাক লিচ, সাকিব মাহমুদ।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]