4884

04/20/2025 কিয়েভে রাশিয়ার হামলা: ২ মার্কিন সাংবাদিক নিহত

কিয়েভে রাশিয়ার হামলা: ২ মার্কিন সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

১৭ মার্চ ২০২২ ০৪:১৩

রাশিয়ার গোলাবর্ষণে মারা গেছে দুই মার্কিন সাংবাদিক। নিহত সাংবাদিকরা যুক্তরাষ্ট্র ভিত্তিক নিউজ চ্যানেল ফক্স নিউজে কর্মরত ছিলেন। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রাশিয়ার গোলাবর্ষণে মারা যান তারা। সাংবাদিকরা হচ্ছেন, ৫৫ বছর বয়স্ক পিয়েরে জাকরেজিউস্কি এবং ২৪ বছর বয়স্ক ওলেকসান্দ্রা কুভুশিনোভা।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে হরেনকা এলাকায় সাংবাদিকদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। স্পটেই মৃত্যু হয় সাংবাদিকদের। হামলায় তাদের সঙ্গে থাকা আরেক সংবাদকর্মী ৩৯ বছর বয়স্ক বেনজামিন হলও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

ফক্স নিউজ জানায়, সাংবাদিক হিসেবে জাকরেজিউস্কি ইরাক, আফগানিস্তান এবং সিরিয়ায় দায়িত্ব পালন করেছেন। জাকরেজিউস্কি ফটোগ্রাফার, প্রকৌশলী এবং সম্পাদক ও প্রযোজক- সব ক্ষেত্রে সব ধরনের কাজে সাহায্য করতেন। অত্যন্ত চাপের মধ্যে অসাধারণ দক্ষতার সঙ্গে কাজ করতে পারতেন তিনি। এ গণমাধ্যমের আরেক সংবাদকর্মী কুভশিনোভা গেল এক মাস ধরে কাজ করছিলেন। তাকে সাহসী নারী বলে আখ্যায়িত করেছেন ফক্সের অন্য কর্মীরা।

ইউক্রেনের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত এ যুদ্ধে নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়িয়েছে ৫ এ।

ডিএম/জুআসা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]