4909

04/04/2025 ব্যাটম্যানের আয় ছাড়ালো ৫০০ মিলিয়ন ডলার

ব্যাটম্যানের আয় ছাড়ালো ৫০০ মিলিয়ন ডলার

বিনোদন ডেস্ক

২০ মার্চ ২০২২ ০০:১৫

হলিউডে জনপ্রিয় অভিনেতা রবার্ট প্যাটিনসন। তার ভক্ত রয়েছে সারা বিশ্বে। তিনি প্রথমবারের মতো ‘ব্যাটম্যান’ চরিত্রে অভিনয় করেছেন। অনেকেই হতাশ ছিলেন তাকে নিয়ে। তাদের দাবি ছিল প্যাটিনসন সাফল্য পাবেন না। এমনকি প্রযোজনা প্রতিষ্ঠানও এই চরিত্রে প্যাটিনসনকে নিয়ে মাঝে বেশ হতাশ বলে খবর আসে।

তবে সব সমালোচনা ও বিশ্লেষণ থামিয়ে ‘দ্য ব্যাটম্যান’ ছবি দিয়ে দুনিয়া মাতিয়ে দিলেন ‘টুয়ালাইট’ তারকা রবার্ট প্যাটিনসন। ছবিটি এখন পর্যন্ত ৫০০ মিলিয়ন ডলারেও বেশি আয় ঘরে তুলেছে।

ব্যাটম্যান সিরিজের এই কিস্তিটি পরিচালনা করেছেন ম্যাট রিভস। এতে আরও ছিলেন জো ক্রাভিটজ।

বলিউড হাঙ্গামা এক রিপোর্টে জানায়, ‘দ্য ব্যাটম্যান’ মুক্তি পায় ৪ মার্চ। সিনেমাটি প্রথম সপ্তাহে ৩০ কোটি রুপি সংগ্রহ করে। তবে বক্স অফিস মোজো অনুসারে, বর্তমানে সিনেমাটি মোট আয় করেছে ৫০০ মিলিয়ন ডলার।

ইন্ডিয়ান এক্সপ্রেস.কম এর শালিনি ল্যাঙ্গার সুপারহিরো সিনেমাটিকে স্টার রেটিং দিয়েছে।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]