4927

05/18/2024 ৫ উইকেট নেই বাংলাদেশের

৫ উইকেট নেই বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

২১ মার্চ ২০২২ ০১:৩৬

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত যেন বুমেরাং হয়ে ফিরলো বাংলাদেশের জন্য। জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্সের ব্যাটিং সহায়ক উইকেটের ফায়দা তো নেওয়াই হলো না, বরং প্রোটিয়াদের গতি ঝড়ে কুপোকাত বাংলাদেশ দলের টপঅর্ডার ব্যাটিং লাইনআপ।

ইনিংসের ১৩ ওভারের মধ্যে মাত্র ৩৪ রান তুলতেই সাজঘরে ফিরে গেছেন প্রথম ৫ ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৫ রান। বিপর্যয়ের মুখে ষষ্ঠ উইকেট জুটিতে ব্যাটিং করছেন আফিফ হোসেন ধ্রুব ও মাহমুদউল্লাহ রিয়াদ।

পাওয়ার প্লে'র দশ ওভারে প্যাভিলিয়নের পথ ধরেছিলেন প্রথম তিন ব্যাটার তামিম ইকবাল, সাকিব আল হাসান ও লিটন দাস। পরে বেশিক্ষণ থাকতে পারেননি মিডলঅর্ডারের দুই ব্যাটার ইয়াসির আলি রাব্বি এবং মুশফিকুর রহিম। কাগিসো রাবাদা একাই নিয়েছেন ৩ উইকেট।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]