4988

04/05/2025 সিনেমা ছেড়ে দিলেন পরিণীতি চোপড়া!

সিনেমা ছেড়ে দিলেন পরিণীতি চোপড়া!

বিনোদন ডেস্ক

২৪ মার্চ ২০২২ ২৩:১৮

ভারতের গায়ক অমর সিং চামকিলার জীবন নিয়ে আসছে সিনেমা। এতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। ইমতিয়াজ আলির সিনেমাটির নাম নির্ধারণ করা হয়েছে ‘চামকিলা’। এ ছবি দিয়ে প্রথমবারের মতো ইমতিয়াজের সঙ্গে কাজ করতে চলেছেন এ বলিউড অভিনেত্রী।

এই কাজটিকে নিজের ক্যারিয়ারের জন্য অনেক বড় হিসেবে দেখছেন পরিণীতি চোপড়া। তবে এ ছবির শিডিউল দিতে গিয়ে ‘অ্যানিমাল’ ছবিটি ছাড়তে হচ্ছে তাকে। কারণ দুটি সিনেমার শিডিউল একই সময়ে।

জানা গেছে, পরিণীতি তার ক্যারিয়ারে প্রথমবারের মতো ইমতিয়াজ আলীর সঙ্গে ‘চামকিলা’-তে নায়িকা হিসেবে কাজ করতে যাচ্ছেন। এটি তার জন্য একটি বিশাল সুযোগ। কারণ তিনি সবসময় চেয়েছিলেন ইমতিয়াজ আলীর সঙ্গে কাজ করতে।

ইচ্ছে পূরণ করতে গিয়ে দুর্ভাগ্যবশত তিনি ‘অ্যানিমাল’ ছবিটিও ত্যাগ করেছেন।

পরিচালক বলেন, ‘আমি আনন্দিত পরিণীতি ছবিটি করতে আগ্রহী হয়েছে। অবিশ্বাস্য একটি পারফরম্যান্স হবে এই ছবিতে যা সবার কাছে নতুন পরিণীতিকে হাজির করবে। আশা করছি তার ভক্তরা নতুন কিছু দেখতে পাবে।’

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]