5036

04/04/2025 অস্কার-২০২২: এক নজরে বিজয়ীরা

অস্কার-২০২২: এক নজরে বিজয়ীরা

বিনোদন ডেস্ক

২৮ মার্চ ২০২২ ২০:৪৮

যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৪তম আসর।

বাংলাদেশ সময় রোববার (২৮ মার্চ) সকাল ৬টায় শুরু হয় চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক এ পুরষ্কার প্রদান অনুষ্ঠান।

একনজরে দেখে নেওয়া যাক এবারের আসরে বিজয়ীদের নাম:

বেস্ট সাউন্ড ‘ডুন’

বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট ‘দ্য কুইন অব বাস্কেটবল’

বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম ‘দ্য উইন্ডশিল্ড উইপার’

বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম ‘দ্য লং গুডবাই’

বেস্ট অরিজিনাল স্কোর ‘ডুন’-এর জন্য হ্যানঝ জিমার

বেস্ট ফিল্ম এডিটিং ‘ডুন’-এর জন্য জো ওয়াকার

বেস্ট প্রোডাকশন ডিজাইন ‘ডুন’

বেস্ট মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল ‘দ্য আইজ অব টেমি ফে’

পার্শ্ব চরিত্রের সেরা অভিনেত্রী আরিয়ানা ডিবোস, ছবি ‘ওয়েস্ট সাইড স্টোরি’

পার্শ্ব চরিত্রের সেরা অভিনেতা ট্রয় খটসর, ছবি ‘কোডা’

বেস্ট সিনেমাটোগ্রাফি ‘ডুন’-এর জন্য গ্রেগ ফ্রাসার

বেস্ট ভিজ্যুয়াল ইফেক্টস ‘ডুন’

বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম ‘এনকান্টো’

বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ‘ড্রাইভ মাই কার’

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]