তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে হামলা বন্ধে অঙ্গীকার করলেও বাস্তবে রাশিয়া তা মানছে না বলে অভিযোগ করেছে ইউক্রেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, ইউক্রেনের উত্তরের শহর চেরনিহিভে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া।
ইউক্রেন সেনাবাহিনী জানায়, কিয়েভের কাছে ইরপিন শহরে সারারাত রাশিয়ান বাহিনীর সাথে গুলি বিনিময় হয়েছে তাদের। চলতি সপ্তাহের শুরুতে রাশিয়ান বাহিনীর হাত থেকে ইরপিন পুনরুদ্ধার করে ইউক্রেন বাহিনী।
ইউক্রেনে হামলা শিথিলের ঘোষণার পরও, রাশিয়ান বাহিনীর এমন আচরণকে বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করেছে দেশটি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নিরাপত্তার স্বার্থে নিজের প্রতিরক্ষা সরবরাহ কমাবে না কিয়েভ।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন সতর্কের পাশাপাশি পশ্চিমাদের অপেক্ষা করার আহবান জানিয়েছেন। বাইডেন বলেন, পশ্চিমাদের অপেক্ষা করে দেখতে হবে, রাশিয়া অক্রমন কমায় কিনা।
ডিএম/তাজা/২০২২