5089

05/19/2024 মেসেঞ্জারে আসছে নতুন ফিচার, থাকছে চমক

মেসেঞ্জারে আসছে নতুন ফিচার, থাকছে চমক

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৩১ মার্চ ২০২২ ২২:৩০

ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে। যার মাধ্যমে একে অন্যকে টাকা পাঠাতে এবং টাকা সংগ্রহ করতে ব্যবহারকারীদের বেশ সুবিধা হবে।

ফেসবুক এক পোস্টে জানিয়েছে,‌‌ ‘আমরা খুবই আনন্দিত। কারণ মেসেঞ্জারে আমরা বিশেষ একটি শর্টকাট চালু করতে যাচ্ছি। নতুন এই কমান্ড সিস্টেমের মাধ্যমে আমরা সবাইকে নতুন এক অভিজ্ঞতা দিতে যাচ্ছি। একইসঙ্গে ব্যবহারকারীরা ওই ফিচার ব্যবহার করে বেশ আনন্দ পাবেন।’

ওই পোস্টে ফেসবুক আরো জানিয়েছে, ‘নতুন ফিচারের মাধ্যমে মেসেঞ্জারে লাঞ্চ, ডিনার বা যেকোনো খরচের বিলের টাকা অন্য ব্যক্তির কাছে পাঠাতে পারবেন।’

নতুন এই ফিচার খুব তাড়াতাড়ি চালু করা হবে। এর আগেই স্প্লিট পেমেন্ট ফিচার চালু করা হয়েছে মেসেঞ্জারে। এর ফলে নির্দিষ্ট কোনো বিলের খরচ বিভিন্নজনের মধ্যে ভাগ করে নেওয়া যাবে।

জানা গেছে, ফেসবুক দ্রুতই এই ফিচার উন্মুক্ত করতে চলেছে।

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে ফেসবুক কনজুমার প্রোডাক্ট হেড মেরন কোলবেকি জানিয়েছেন, আমরা ফেসবুককে এমন একটি প্রডাক্টে পরিণত করতে চলেছি যার মাধ্যমে ফেসবুক থেকে না বেরিয়েই সব কাজ করা যাবে।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]