5125

04/20/2025 এবার হাশিম আমলার রেকর্ড ভাঙলেন বাবর আজম

এবার হাশিম আমলার রেকর্ড ভাঙলেন বাবর আজম

ক্রীড়া ডেস্ক

৩ এপ্রিল ২০২২ ২৩:৪৩

দুর্দান্ত ছন্দে আছেন বাবর আজম। নেতৃত্বের চাপ যে ব্যাটিং পারফরম্যান্সে পড়ে না তা জানিয়ে দিচ্ছেন এ পাকিস্তানি অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুটি সেঞ্চুরি করেছেন বাবর।

বৃহস্পতিবার লাহোরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩৪৮ রানের পাহাড় গড়েও পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে যায় অস্ট্রেলিয়া। এর অন্যতম কারণ বাবরের ৮৩ বলে ১১৪ রানের ম্যাচ জেতানো ইনিংস।

শনিবার (২ এপ্রিল) রাতে তার ব্যাট থেকে আসলো ১১৫ বলে ১০৫ রানে অপরাজিত ইনিংস। যা তার ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি। তার এই শতকে ৭৩ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে পাকিস্তান। টানা দুই সেঞ্চুরিতে কয়েকটি রেকর্ড গড়েছেন বাবর।

ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দ্রুততম ১৬টি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড এখন বাবরের। এর আগে কীর্তিটি ছিল প্রোটিয়া তারকা হাশিম আমলার। ৯৪ ইনিংসে এ কৃতিত্ব দেখান তিনি।

পাকিস্তান অধিনায়ক হিসাবেও সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের এক নম্বর ব্যাটার বাবরের। ওয়ানডে নেতৃত্বের ১২ ইনিংসেই পাঁচটি সেঞ্চুরি। পেছনে পড়ে গেছে আজহার আলীর তিন সেঞ্চুরির রেকর্ড।

ওয়ানডে ক্যারিয়ারে বাবরের সেঞ্চুরি তোলার গড় এখন ১৯.০৪ শতাংশ।

এই পরিসংখ্যানে বাবরের পরেই রয়েছেন বাঁহাতি পাক ওপেনার ইমাম উল হক। মাত্র ৪৯ ইনিংসে ৯ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। যার গড় ১৮.৩৬ শতাংশ।

এছাড়াও পাকিস্তানি ব্যাটার হিসেবে ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডের মালিক হলেন বাবর আজম।

দেশটির এক সময়ের তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফকে টপকে গেলেন তিনি। মোহাম্মদ ইউসুফের সেঞ্চুরি সংখ্যা ১৫টি।

বাবরের সামনে এখন শুধু দেশটির সাবেক ওপেনার সাঈদ আনোয়ার। পাকিস্তানি ব্যাটারদের মধ্যে এখন সর্বোচ্চ সেঞ্চুরির সংখ্যা তারই, ২০টি।

অর্থাৎ সেঞ্চুরির সংখ্যায় বাবর আজমের অবস্থান এখন দ্বিতীয়।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]