5149

04/20/2025 ছেলেকে নিয়ে গ্র্যামি অ্যাওয়ার্ডে এ আর রহমান

ছেলেকে নিয়ে গ্র্যামি অ্যাওয়ার্ডে এ আর রহমান

বিনোদন ডেস্ক

৫ এপ্রিল ২০২২ ০১:২৪

এ আর রহমান বিশ্ব সংগীতে বরেণ্যদের শিল্পীদের মধ্যে একজন। এশিয়ান শিল্পী হিসেবে তিনি এ বছর গ্র্যামি জিতেছেন। মিউজিকের সবচেয়ে বড় স্বীকৃতির ৬৪তম আসর বসেছিল এবার।

শনিবার (৩ এপ্রিল) লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরিনায় অনুষ্ঠিত হলো এই আসর।

বিশ্ব সংগীতের বড় বড় তারকারা এই অ্যাওয়ার্ড শো’তে উপস্থিত হয়েছিলেন। তাদের গ্ল্যামারাস উপস্থিতি লাল গালিচাকে মহিমান্বিত করেছে। তাদের মধ্যে ছিলেন গানের জাদুকর এ আর রহমান।

নিজস্ব টুইটারে গ্র্যামিতে উপস্থিত থাকার ছবি শেয়ার করেছেন তিনি। এসময় তার সঙ্গে দেখা গেছে ছেলে এ আর আমিনকে। অ্যাকাডেমি পুরস্কার বিজয়ী সংগীতশিল্পী প্রথমবারের মতো তার ছেলেকে নিয়ে উপস্থিত হলেন গ্র্যামির আসরে।

ছেলে আমিনের সাথে সেলফির ক্যাপশনে রহমান লিখেছেন, ‘গ্র্যামিস’।

এ আর আমিন একজন উদীয়মান গায়ক। বাবার সঙ্গে রেড কার্পেটে হেঁটেছেন তিনিও। রহমান রেড কার্পেট থেকে একটি ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশন দিয়েছেন, ‘পেরেন্টিং’।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]