5201

04/04/2025 ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় ইশরাককে গ্রেফতার : তথ্যমন্ত্রী

ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় ইশরাককে গ্রেফতার : তথ্যমন্ত্রী

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৮ এপ্রিল ২০২২ ০১:১৬

ওয়ারেন্টভুক্ত আসামি বিধায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘ইশরাক হোসেনকে গ্রেফতার করা হয়েছে তিনি ওয়ারেন্টভুক্ত আসামি বিধায়। ২০১৯ সালের একটি বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি আছে। আরও মামলাও তার বিরুদ্ধে আছে। গতকালের মিছিলের সঙ্গে তার গ্রেফতারের কোনো সম্পর্ক নাই।’

‘যারা জ্বালাও পোড়াও করেছিল এবং মানুষ পুড়িয়ে মারার যারা হুকুমদাতা, তাদেরও গ্রেফতার করা প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।’

তিনি বলেন, ‘শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনও বর্জন করেছে। তাদের মধ্যে নির্বাচন ভীতি পেয়ে বসেছে।’

তিনি আরও বলেন, ‘যারা গণতন্ত্রে বিশ্বাস করে, জনগণের রায়ে বিশ্বাস করে তাদের কাছে নির্বাচনের কোনো বিকল্প নেই। আমি আশা করব বিএনপি ভীতি কাটিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে।’

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]