5229

04/04/2025 রোজা অবস্থায় সুগন্ধি ব্যবহার করা যাবে?

রোজা অবস্থায় সুগন্ধি ব্যবহার করা যাবে?

ধর্ম ডেস্ক

১০ এপ্রিল ২০২২ ২২:৪২

প্রশ্ন : রোজা রেখে আতর, সুগন্ধি বা পারফিউম ব্যবহার করা যাবে?

উত্তর : রোজা ভঙ্গের কারণ হচ্ছে, স্বাভাবিক প্রবেশপথ দিয়ে পেটে বা মস্তিষ্কে কোনো জিনিস প্রবেশ করা। আতর বা পারফিউমের ঘ্রাণ নেওয়ার কারণে সরাসরি তা শরীরে প্রবেশ করে না। তাই রোজা রেখে আতর, সুগন্ধি ও পারফিউম ব্যবহার করলে রোজা ভাঙবে না। বরং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারকে সুগন্ধি দিয়ে মেহমানদারির কথা বলেছেন।

তবে মনে রাখতে হবে, আতর ব্যবহার করা তো সুন্নত; কিন্তু পারফিউমে অ্যালকোহল ব্যবহার করা হয়। তাই পারফিউম ব্যবহার করার আগে কিছু জিনিস জানতে হবে। যেমন—খেজুর বা আঙুরের রস থেকে তৈরি অ্যালকোহল জাতীয় পানীয় অপবিত্র। তাই তার ব্যবহার জায়েজ নেই। যদি এটি অন্য কোনো জিনিস থেকে তৈরি করা হয়, তাহলে তা পবিত্র। তার ব্যবহার জায়েজ। (সুনানে বায়হাকি : ৩৯৬০, কিতাবুল ফাতাওয়া : ৩/৩৯৩)।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]