5230

01/28/2026 চলন্ত বাসে নামাজ পড়া যাবে?

চলন্ত বাসে নামাজ পড়া যাবে?

ধর্ম ডেস্ক

১০ এপ্রিল ২০২২ ১৯:০৩

প্রশ্ন : বাসের মধ্যে নামাজ আদায় করা সম্ভব না। সে ক্ষেত্রে করণীয় কী?

উত্তর : বাসে যেহেতু দাঁড়িয়ে স্বাভাবিকভাবে নামাজ পড়া যায় না, তাই কাছাকাছি যাতায়াতের ক্ষেত্রে ওয়াক্ত শেষ হওয়ার আগে গন্তব্যে পৌঁছে নামাজ আদায় করা সম্ভব হবে না বলে মনে হলে এবং নেমে যাওয়া ঝুঁকিপূর্ণ অথবা অসুবিধাজনক না হলে পথিমধ্যে নেমে ফরজ নামাজ পড়ে নিতে হবে।

আর দূরের যাত্রা হলে অথবা যে ক্ষেত্রে নেমে গেলে ঝুঁকি অথবা সমস্যায় পড়ার আশঙ্কা থাকে, সে ক্ষেত্রে বাস না থামলে দাঁড়িয়ে সিট ধরে কিংবা সিটেই যেভাবে সম্ভব বসে বা ইশারায় কেবলা নির্ধারণ করে নামাজ আদায় করে নিতে হবে।

আর কেবলা নির্ধারণের জন্য কম্পাস, GPS ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। যদি নামাজরত অবস্থায় কেবলা ঘুরে যাচ্ছে বলে বোঝা যায়, তাহলে ওই দিকে বুক ঘুরিয়ে নিতে হবে। আর সতর্কতামূলক পরবর্তীতে এ নামাজ পুনরায় পড়ে নেওয়া উত্তম হবে।

(ইলাউস সুনান : ৭/২১২, আদ্দুররুল মুখতার : ২/১০১)।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]