525

04/25/2024 ক্যান্সারের জন্য দায়ী কোষ আবিষ্কার ইসরাইলি বিজ্ঞানীদের

ক্যান্সারের জন্য দায়ী কোষ আবিষ্কার ইসরাইলি বিজ্ঞানীদের

স্বাস্থ্য ডেস্ক

৩০ জানুয়ারী ২০২১ ১৯:২০

ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী এক সাফল্যের দাবি করছে ইসরাইলের একদল বিজ্ঞানী। অবৈধ রাষ্ট্রটির তেলআবিব বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ক্যান্সারের জন্য দায়ী কোষ আবিষ্কার করেছেন।

‘আঁচিলের মূল’ নামে ক্যান্সারের জন্য দায়ী কোষ আবিষ্কার করেছে এ বিশেষজ্ঞ দল। এর ফলে ক্যান্সারের চিকিৎসা ও এর ওষুধ তৈরিতে যুগান্তকারী সাফল্য আসবে বলে তাদের দাবি। খবর জেরুজালেম পোস্টের।

তেলআবিব বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ড. ওরি বেন ডেভিড গবেষক দলটির প্রধান হিসেবে কাজ করছেন।

মানবদেহের ২৩ জোড়া ক্রোমোজম থাকলেও ক্যান্সারের জন্য দায়ী ওই কোষের কারণে ক্রোমোজমের হেরফের হয়ে থাকে। আর এ থেকেই দেহে বাসা বাঁধে মরণব্যাধি ক্যান্সার।

দ্য মিডিয়া লাইন অর্গ নামে একটি চিকিৎসা সাময়ীকিতে এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়।

কোষের মধ্যে ক্রোমোজমের সংখ্যা হেরফের হওয়ার কারণে ৯০ শতাংশ টিউমার এবং ৭৫ শতাংশ ব্লাড ক্যান্সার হয়ে থাকে বলে বিশেষজ্ঞরা জানান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]