5250

04/18/2025 জীবনের গোপন কথা ফাঁস করলেন বিদ্যা!

জীবনের গোপন কথা ফাঁস করলেন বিদ্যা!

বিনোদন ডেস্ক

১১ এপ্রিল ২০২২ ২৩:৩৬

বলিউড তারকা বিদ্যা বালানের কিশোরী জীবনের গোপন কথা ফাঁস করলেন নিজেই। এক সাক্ষাৎকারে তিনি মনে লুকিয়ে থাকা এক গোপন কথা সামনে আনেন।

বিদ্যা তখন কিশোরী। তার প্রিয় পরিচালক সত্যজিৎ রায়। পরিচালকের তৈরি সিনেমা ‘মহানগর’ বিদ্যাকে ভেতর থেকে যে কতটা প্রভাবিত করেছিল, তা তিনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। তার আক্ষেপ, ‘সত্যজিৎ রায় যদি আর কিছুদিন বেঁচে থাকতেন, তার সব ছবিতে অভিনয় করতে পারতাম’!

তিনি আরও জানান, প্রিয় পরিচালককে একবার চিঠিও লিখেছিলেন বিদ্যা। কিন্তু চিঠিটি তাকে পাঠানো হয়নি। তারপর একদিন জানতে পারেন মারা গেছেন সত্যজিৎ রায়। খুব কষ্ট পেয়েছিলেন তিনি। আজ যখন তিনি প্রতিষ্ঠিত অভিনেত্রী, তখন সেই কষ্টটা আরও বেড়ে গেছে। কারণ প্রিয় পরিচালকের ছবিতে অভিনয় না করতে পারার যন্ত্রণা থেকেই যাবে।

ছোট থেকেই বাংলা সিনেমা দেখে বড় হয়েছেন বিদ্যা বালান। সত্যজিৎ রায়ের ‘চারুলতা’ ছবির নায়িকা মাধবী মুখার্জির ছোট বেলার চেহারার সঙ্গে অনেকই বিদ্যার মিল খুঁজে পান। আর এটা যখন কেউ বলেন, তিনি খুবই খুশি হন।

বলিউডে যাত্রা শুরুর আগে বিদ্যা বাংলা ছবিতে অভিনয় করেন। গৌতম হালদারের ‘ভালো থেকো’। সেখানে তার সঙ্গে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। ‘কাহানি’ ছবিতে আবার তিনি পরমব্রতের সঙ্গে কাজ করেন। এ ছবির পটভূমিও ছিল বাংলা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পরিণীতা’ নিয়ে ছবির করেন পরিচালক প্রদীপ সরকার। সেই ছবি দিয়েই বিদ্যা বালানের বলিউডে পথ চলা।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]