সরকার এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দেয়ার আহবান জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। শরীয়তপুরে ছাত্রলীগের সমাবেশে যুক্ত হয়ে এ আহবান জানান তিনি। জেলার নড়িয়া উপজেলা রাজনগর ইউনিয়ন ছাত্রলীগ আয়োজিত সমাবেশে এনামুল হক শামীম বলেন, আমাদের সৌভাগ্য এককালের ছাত্রলীগ নেত্রী আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী। যার বলিষ্ঠ নেতৃৃত্বে আজ বিশ্বে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
ছাত্রলীগের সাবেক এই নেতা বলেন, এতিমের টাকা আত্মসাৎ করা বেগম খালেদা জিয়া এবং দুর্নীতিবাজ তারেক রহমানরা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রের জবাব দিতে ছাত্রলীগকে সব সময় তৈরি থাকার আহবান জানান তিনি।
নড়িয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক স্বপন দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মীরমালত, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুআলেম মাদবর, নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক ইমরান খান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম আকাশ, শিমুল হাওলাদার, সদস্য নয়ন সিকদার, নুর এ আলম, আতিকুর রহমান নকিব।
ডিএম/জুআসা/২০২২