5337

04/18/2025 সে সময় ঘণ্টার পর ঘণ্টা শুধু কাঁদতাম: সঞ্জয়

সে সময় ঘণ্টার পর ঘণ্টা শুধু কাঁদতাম: সঞ্জয়

বিনোদন ডেস্ক

১৮ এপ্রিল ২০২২ ২০:৫৪

করোনার লকডাউনে যখন বিপর্যস্ত জনজীবন তখনই জীবনের কঠিন সত্যের সম্মুখীন হন অভিনেতা সঞ্জয় দত্ত। রিপোর্টে ধরা পড়ে শরীরে বাসা বেঁধেছে কঠিন মারণ রোগ। সঞ্জয়ের বোন প্রিয়া সেই খবর ভাইকে দিয়েছিলেন। ক্যান্সারের কথা শুনে পায়ের তলা থেকে মাটি সরে যায় অভিনেতার। তার পরিবার ও তাদের আগামী জীবনের কথা ভেবে ভেঙে পড়েন সঞ্জুবাবা।

সঞ্জয় বলেন, সে সময় ঘণ্টার পর ঘণ্টা শুধু কাঁদতাম আর ভাবতাম আমার অবর্তমানে কী হবে আমার স্ত্রী সন্তানের।

কিন্তু তিনি বুঝেছিলেন হেরে গেলে হবে না, এই যুদ্ধ তাকে জিততেই হবে। তাই তড়িঘড়ি চিকিৎসা শুরু করেন। কেমোথেরাপির অনেক সাইড এফেক্টের কথা অভিনেতাকে তার ডাক্তার বলেছিলেন কিনতু সঞ্জয় বলেছিলেন যে তিনি সব বাধা পার করবেন।

২০২০ সালে ৪ অগাস্ট ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে সঞ্জয় দত্তের। তার কিছুদিন পরেই সোশ্যাল মিডিয়ায় সঞ্জয় লিখেছিলেন, ‘গত কিছু সপ্তাহ তার ও তার পরিবারের জন্য খুব কঠিন সময় ছিল। কিন্তু ওই যে কথায় আছে ভগবান সবসময় শক্তিশালী সেনাকেই কঠিন যুদ্ধের সম্মুখীন করেন। আজ আমার সন্তানদের জন্মদিনে আমি সেই যুদ্ধে জয়লাভ করলাম।’

ডিএম/তাজা/২০২২

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]