5355

04/20/2025 ইউক্রেনের দোনবাসে রাশিয়ার বিস্তৃত অভিযান

ইউক্রেনের দোনবাসে রাশিয়ার বিস্তৃত অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

১৯ এপ্রিল ২০২২ ২৩:৩৭

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস এলাকায় সর্বাত্মক হামলা শুরু করেছে রাশিয়া। দেশটির লুহানস্ক ও দোনেতস্ক রাজ্য নিয়ে গঠিত এই দোনবাস অঞ্চল। ২৪ ফেব্রুয়ারি হামলা শুরুর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দু’টি রাজ্য লুহানস্ক ও দোনেতস্কে দেশ হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এ দুই রাজ্য নিয়ে দোনবাস অঞ্চল, যেখানে স্থানীয় বাসিন্দাদের বড় একটি অংশ রুশ ভাষী।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্ব ইউক্রেনে বৃহৎ পরিসরে রাশিয়ার হামলা শুরুর পর তার সৈন্যরাও প্রতিরোধে ফিরে আসবে। নিউজ চ্যানেল আল জাজিরা জানায়, রাশিয়ার হামলায় লুহানস্ক ও দোনেতস্কে মারা গেছে আট বেসামরিক মানুষ।

ইউক্রেনে জানিয়েছে, রাশিয়ার হামলায় দেশটির অন্ততঃ ৩০ ভাগ ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে।

এদিকে মঙ্গলবার ১৯ এপ্রিল, ইউক্রেন যুদ্ধ ‍নিয়ে মিত্র দেশগুলোর সাথে ভার্চুয়াল বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের বরাত দিয়ে এমন তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ইউক্রেনে হামলার পাশাপাশি, রাশিয়ার বেলগোরোদ শহরে গোলা বর্ষণের খবর পাওয়া গেছে। বেলগোরোদের গভর্ণর জানান, ইউক্রেনের দিক থেকে আসা গোলার আঘাতে একজন আহত হওয়ার পাশাপাশি বেশ কিছু বাড়ি-ঘর ধ্বংস হয়েছে।

ডিএম/জুআসা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]