5373

03/13/2025 শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ঈদ করার পরামর্শ ঢাকা কলেজ অধ্যক্ষের

শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ঈদ করার পরামর্শ ঢাকা কলেজ অধ্যক্ষের

ডেস্ক রিপোর্ট

২১ এপ্রিল ২০২২ ০৪:১৬

ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ টি এম মইনুল হোসেন, শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ঈদের ছুটি কাটানোর পরামর্শ দিয়েছেন।

বুধবার (২০ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ পরামর্শ দেন। অধ্যক্ষের এই বক্তব্যের প্রতিবাদে তাৎক্ষণিক তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

ঢাকা কলেজের অধ্যক্ষ বলেন, ব্যবসায়ীরা দোকান খোলার বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা করা হয়নি। আলোচনা ছাড়া এভাবে দোকান খোলার সিদ্ধান্ত যৌক্তিক মনে করছি না।

ঘটনার রাতে পুলিশের ভূমিকাও বাড়াবাড়ি ছিল বলে মন্তব্য করেন তিনি। তবে এর পরিপ্রেক্ষিতে কলেজ প্রশাসন এখন পর্যন্ত আইনি কোনো পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

ব্যবসায়ীরা অভিযোগ করেছেন আপনারা তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংঘর্ষের দিন আমরা তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। কিন্তু তাদের আক্রমণের মুখে আর সামনে যেতে পারিনি।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]