5376

04/20/2025 গাজায় আবারও ইসরাইলের বিমান হামলা

গাজায় আবারও ইসরাইলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক

২১ এপ্রিল ২০২২ ২১:০৭

এক সপ্তাহে দ্বিতীয়বারের মত গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার শেষ রাতে চালানো হয় এ হামলা। ইসরাইলের সামরিক বিভাগ জানায়, গাজায় সন্দেহভাজন হামাস অবস্থানে হামলা চালানো হয়েছে যেখানে রকেটের ইঞ্জিন তৈরি করা হত।

এখন পর্যন্ত ইসরাইলের এ বিমান হামলায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা আন্তর্জাতিক গণমাধ্যমকে জানায়, সেন্ট্রাল গাজায় আল বুরেইজ শরণার্থী ক্যাম্পের কাছে ইসরাইলের হামলায় বেশ কিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

এক বিবৃতিতে ফিলিস্তিনের হামাস বলেছে, ইসরাইলের বোমা বর্ষণ অধিকৃত জেরুজালেম এবং এর বাসিন্দাদের টিকে থাকার লড়াইতে উৎসাহ যোগাচ্ছে।

ডিএম/জুআসা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]