5379

09/20/2024 ঝড়-বৃষ্টি কমতে পারে, বাড়বে গরম

ঝড়-বৃষ্টি কমতে পারে, বাড়বে গরম

ডেস্ক রিপোর্ট

২৩ এপ্রিল ২০২২ ২২:৪৫

আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির প্রবণতা ক্রমেই কমতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা বেড়ে যেতে পারে। এতে গরম বেড়ে জনজীবনে ফের অস্বস্তিকর অবস্থা তৈরি হতে পারে। শুক্রবার ঢাকায় বিকেল থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে। তবে শনিবার ঢাকার আকাশ অনেকটাই রোদময়।

শনিবার (২৩ এপ্রিল) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুল রশিদ বলেন, আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

তিনি বলেন, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]