5381

04/18/2025 যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে নিয়ে বলিউডের নতুর ছবি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে নিয়ে বলিউডের নতুর ছবি

বিনোদন ডেস্ক

২৩ এপ্রিল ২০২২ ২৩:২৪

দীর্ঘদিন ধরে ইউক্রেন-রাশিয়ায় চলছে যুদ্ধ। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে জন্ম হয়েছে প্রেমের। এমন এক গল্প নিয়ে বলিউডে তৈরি হয়েছে নতুন ছবি ‘লাভ ইন ইউক্রেন’।

সম্প্রতি ছবিটির প্রথম পোস্টার সামনে এসেছে। ছবিটি পরিচালনা করেছেন নীতিন কুমার গুপ্ত। এই ছবির মাধ্যমে বলিউড পাচ্ছে নতুন নায়ক বিপিন কৌশিককে। এতে অভিনয় করেছেন রাশিয়ান অভিনেত্রী লিজাবেতা।

ছবিতে এক ভারতীয় ছাত্র ও এক রাশিয়ান মেয়ের প্রেমের গল্প উঠে আসবে। ছবির প্রযোজক জানিয়েছেন, বহুদিন পর বলিউডে এমন একটা প্রেমের গল্প দেখা যাবে।

পরিচালকের কথায়, যুদ্ধের ফলে ইউক্রেনের এখন ভয়াবহ চেহারা। তবে ছবিতে ইউক্রেনের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতিকেই তুলে ধরা হয়েছে। ইউক্রেনেও মুক্তি পাবে ছবিটি। ছবিটি দেখানো হবে বিনামূল্যে। প্রযোজকের কথায়, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ভালোবাসা ফিরিয়ে আনবে এ ছবি। ছবিটি মুক্তি পাবে ২৭ মে।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]