5394

05/04/2025 আবারও আফগান সীমান্তে পাকিস্তানের সেনা নিহত

আবারও আফগান সীমান্তে পাকিস্তানের সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

২৪ এপ্রিল ২০২২ ২২:২২

দু’সপ্তাহ না যেতেই আবারও আফগান সীমান্তে নিহত হয়েছে পাকিস্তানের তিন সেনা। সীমান্তের ওপারে আফগান ভূখন্ড থেকে ছোড়া স্বশস্ত্র উগ্রপন্থীদের গুলিতে প্রাণ হারান তারা।

শনিবার ২৩ এপ্রিল, দেশটির সেনাবাহিনী থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় সেনাবাহিনীর ওপর এই হামলা হয়। পাকিস্তান সেনা সদস্যদের ওপর হামলাকারীদের উপযুক্ত জবাব দেয়া হয়েছে বলেও দাবি করা হয় বিবৃতিতে।

এদিকে, আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামালার কঠোর নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। ভবিষ্যতে এধরনের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না বলেও সতর্ক করা হয়। এর আগে গেল ১৪ এপ্রিল, উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের আট সেনা নিহত হয়। এরপর পাকিস্তানের সশস্ত্র বাহিনী আফগানিস্তানে বিমান ও রকেট হামলা চালায়। এ ঘটনায় দু’দেশের মধ্যে চলছে কূটনৈতিক টানাপোড়েন।

ডিএম/জুআসা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com