5409

04/12/2025 কম্প্রেসার বিস্ফোরণ: আহত স্বামী-স্ত্রীর মৃত্যু

কম্প্রেসার বিস্ফোরণ: আহত স্বামী-স্ত্রীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

২৫ এপ্রিল ২০২২ ২২:০৫

যাত্রাবাড়ী থানার মাতুয়াইলে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী মারা গেছেন। সোমবার (২৫ এপ্রিল) ভোরে ২ ঘণ্টার ব্যবধানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- আব্দুল করিম (৩০) ও মোছা. খাদিজা আক্তার (২৫)। এই ঘটনায় তাদের দুই বছরের মেয়ে ফাতেমার অবস্থা আশঙ্কাজনক। সে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন।

তিনি বলেন, যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ নারী ও শিশুসহ তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে আজ ভোর ৪টায় ফাতেমা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং আব্দুল করিম হাই ডিপেন্ডেন্সি ইউনিটে( এইচডিইউ) ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আব্দুল করিমের শরীরের ৫৪ শতাংশ, স্ত্রী খাদিজা আক্তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]