5435

04/18/2025 ২৫ লাখ রুপি খরচ করে বাড়ির নেমপ্লেট পাল্টালেন কিং খান

২৫ লাখ রুপি খরচ করে বাড়ির নেমপ্লেট পাল্টালেন কিং খান

বিনোদন ডেস্ক

২৭ এপ্রিল ২০২২ ০১:৫৯

বলিউডের কিং খান শাহরুখ। শাহরুখের মান্নাত আধুনিকতায় ঘেরা এক বিলাসবহুল বাড়ি। যেটি ভক্তসহ অন্যান্য তারকাদেরও নজড় কাড়ে। কিং খান পরিবর্তন করেছেন তার বাড়ি মান্নাতের নেমপ্লেট। পুরনোটি পরিবর্তন করে ডিজাইন করেছেন নতুন নেমপ্লেট।

সেই নেমপ্লেটে মুগ্ধ হয়েছেন কিং ভক্তরা। ভক্তরা তার বাড়ির অত্যাশ্চর্য নতুন নেমপ্লেটসহ ছবি তুলে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।

জানা গেছে, নতুন নেমপ্লেটটির জন্য কিং খানকে গুনতে হয়েছে প্রায় ২০-২৫ লাখ রুপি।

শাহরুখ পত্নী গৌরী খান তার পরিবারের মানদন্ডের সঙ্গে মানানসই এমন একটি ডিজাইন চেয়েছিলেন। এটি বলার অপেক্ষা রাখে না গৌরী খান নিজেই একজন ইন্টেরিয়র ডিজাইনার। তার বিশেষ তত্ত্বাবধানে নেমপ্লেটটি ডিজাইন করানো হয়েছে।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]