5442

04/18/2025 ১১ বছর পর সিনেমায় ফিরছেন টুইঙ্কেল খান্না

১১ বছর পর সিনেমায় ফিরছেন টুইঙ্কেল খান্না

বিনোদন ডেস্ক

২৭ এপ্রিল ২০২২ ২১:৪৫

শাহরুখ থেকে আমির, সালমান খানসহ সে সময়ের বলিউডের প্রথম সারির নায়কের বিপরীতে কাজ করেছিলেন টুইঙ্কেল খান্না। তবে অক্ষয় কুমারকে বিয়ের পর একটা সময় বলিউড ছাড়েন এই অভিনেত্রী।

এরপর ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে শুরু করেন কাজ। সেই সঙ্গে চলে লেখালেখি। বর্তমানে তিনি একজন লেখিকা। তবে এসবের মাঝে নতুন খবর হলো- টুইঙ্কেল খান্না আবারও অভিনয়ে আসছেন। দীর্ঘ ১১ বছর পর বড় পর্দায় ফেরার এই খবর জানা যায় মঙ্গলবার।

নিজের লেখা গল্পেই অভিনয় করবেন টুইঙ্কেল খান্না। তা হলো- জনপ্রিয় ‘দ্য লিজেন্ড অব লক্ষ্মীপ্রসাদ’-এর একটি গল্প ‘সালাম নানি আপা’। সেই গল্পকেই বড়পর্দায় তুলে আনছেন পরিচালক সোনাল ডাবরাল।

‘সালাম নানি আপা’-র গল্পে দিদা এবং দিদার বোনের সম্পর্ককে ফুটিয়ে তুলেছেন টুইঙ্কেল খান্না। এই গল্পে উঠে আসবে প্রেম-সম্পর্ক থেকে শুরু করে জীবনের নানা দিক। রহস্য রোমাঞ্চেরও ঝলক থাকবে।

ছবিতে টুইঙ্কেলের মা ডিম্পল কাপাডিয়াকে দেখা যেতে পারে।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]