5493

09/20/2024 ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আসানি’

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আসানি’

নিজস্ব প্রতিবেদক

৮ মে ২০২২ ২২:২৬

দক্ষিণ বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি আরও শক্তি নিয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। এর নাম দেয়া হয়েছে ‘আসানি’ (ASANI)।

ঘূর্ণিঝড় আসানি’র (ASANI) ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার। যা দমকা বা ঝড়ো হাওয়া আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এটি আরও শক্তি নিয়ে উত্তর-পশ্চিম দিকে ভারতীয় উপকূলের দিকে এগিয়ে আসতে পারে।

সকাল ৬ টায় এটি চট্টগ্রাম বন্দর থেকে ১২৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১২৫০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিলো।

ঘূর্ণিঝড় কেন্দ্র এবং এর আশেপাশে সাগর খুবই উত্তাল রয়েছে। দেশের সবগুলো সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

সাগরে মাছ ধরা সব নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে যেতে নিষেধ এবং উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। এর পাশাপাশি সতর্ক সংকেত মেনে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]