5585

04/05/2025 বলিউডে কাজ করতে চান মহেশ বাবু

বলিউডে কাজ করতে চান মহেশ বাবু

বিনোদন ডেস্ক

১৫ মে ২০২২ ০০:২৩

তেলেগু সিনেমার সুপারস্টার মহেশ বাবুর একটি মন্তব্য নিয়ে গত কয়েকদিন ধরে বিতর্ক চলছে। তিনি বলেছেন, তাকে নেওয়ার মতো সামর্থ্য বলিউডের নেই। তেলেগু ইন্ডাস্ট্রি তাকে যে সম্মান দেয়, সেটা হয়ত বলিউড দিতে পারবে না। এজন্যই তিনি হিন্দি সিনেমায় কাজ করেন না। মহেশের এমন মন্তব্য ঘিরে ব্যাপক সমালোচনা হচ্ছে।

বলিউডকেন্দ্রিক এই আলোচনা-সমালোচনার মধ্যেই সুর পাল্টালেন মহেশ বাবু। এবার তিনি জানালেন, প্রস্তাব পেলে হিন্দি সিনেমায় কাজ করবেন। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে তার নতুন বক্তব্য তুলে ধরা হয়েছে।

মহেশ বলেন, ‘ওই কথাগুলো একেবারেই কথাচ্ছলে বলেছিলাম। কেউ কি সিরিয়াসলি ভেবেছেন, আমি জনসমক্ষে পারিশ্রমিক নিয়ে কথা বলব? তাছাড়া আমি কীভাবে জানব বলিউড অভিনেতারা কত পারিশ্রমিক পান?’

তাহলে কি বলিউডের জন্য নিজের দরজা খুলে রেখেছেন মহেশ বাবু? জবাবে অভিনেতা বলেন, ‘অবশ্যই! হিন্দি সিনেমা করতে পারলে ভালো লাগবে। মূল কথা, আমি যথা সম্ভব বহু ভাষার সিনেমায় কাজ করতে চাই। তবে সবসময় তেলেগু সিনেমাকে অগ্রাধিকার দেব।’

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]