5812

04/20/2025 টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে ২ চালক নিহত

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে ২ চালক নিহত

টাঙ্গাইল থেকে

২৪ জুলাই ২০২২ ২০:০১

টাঙ্গাইলে যাত্রীবা‌হী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন। তাৎক্ষ‌ণিকভাবে হতাহ‌তদের নাম-প‌রিচয় জানা যায়‌নি।

রোববার (২৪ জুলাই) ভোর ৫টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই) জ্বিলকদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হা‌নিফ প‌রিবহনের যাত্রীবা‌হী বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রা‌ক ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের দুই চালকই ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত ১৫ জ‌নকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]