5832

04/08/2025 দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন রানি মুখার্জি

দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন রানি মুখার্জি

বিনোদন ডেস্ক

২৮ জুলাই ২০২২ ০৫:৩১

আবারও মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, রানি তার মুক্তি প্রতিক্ষীত ছবি ‘শামশেরা’র জন্য সিদ্ধি বিনায়ক মন্দিরে পূজা দিতে যান। সেখানে তোলা রানি মুখোপাধ্যায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আর তা দেখেই অনেকের ধারণা দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাঢ় সবুজ রঙের একটি চুরিদার পরেছিলেন রানি মুখার্জি। গোলাপি ওড়নার সাহায্যে হাত দিয়ে স্ফীত পেট আড়াল করে রেখেছিলেন তিনি। আর তা দেখেই অনেকের ধারণা এটি রানির বেবি বাম্প। অর্থাৎ রানি মুখার্জি ও আদিত্য চোপড়ার ঘরে দ্বিতীয় সন্তান আসছে।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি মুখার্জী। ২০১৫ সালে তাদের ঘরে মেয়ে সন্তানের জন্ম হয়। আদিরা নামের আদিত্য-রানির মেয়ের বয়স ৬ বছর।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com