নারায়ণগঞ্জে জ্বালানি তেল চোরচক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় ১৬০০ লিটার ডিজেল উদ্ধার ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের সোনামিয়া মার্কেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৯ জুলাই) দুপুরে র্যাব-১১ এর মিডিয়া অফিসার রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া দুই আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে অবৈধভাবে ডিজেল সংগ্রহ করে কেনা-বেচা করছিলেন। পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে জব্দকৃত পিকআপ ভ্যানটি ব্যবহার করে চোরাই ডিজেল ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ীর মালিগাঁও এলাকার মো. রহিমের ছেলে মো. ইসমাইল হোসেন (৩২) ও ময়মনসিংহ জেলার ফুলপুরের গড়পয়ারী এলাকার এহেন আলীর ছেলে মো. আলতাফ হোসেন (৪৫)।