যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি রবিবার থেকে এশিয়া সফর শুরু করেছেন। তার দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
পেলোসি ন্যান্সির দফতর থেকে তার এশিয়া সফরের বিষয়টি নিশ্চিত করা হলেও সম্ভাব্য তাইওয়ান সফরের বিষয়ে কিছু জানানো হয়নি।
মার্কিন স্পিকারের দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, স্পিকার ন্যান্সি পেলোসি সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান সফরসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কংগ্রেসের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
এই দেশগুলোর বাইরে পেলোসি অন্য কোথাও যাবেন কিনা সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
ন্যান্সি পেলোসির দফতর জানিয়েছে, সফরে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক নিরাপত্তা, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং গণতান্ত্রিক শাসনের ওপর দৃষ্টি নিবদ্ধ করবেন মার্কিন স্পিকার।
ন্যান্সি পেলোসির সঙ্গে থাকা প্রতিনিধি দলে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান গ্রেগরি মিকসও রয়েছেন।