5885

04/05/2025 নিরাপত্তা বাড়ালেন সালমান নিলেন আগ্নেয়াস্ত্র

নিরাপত্তা বাড়ালেন সালমান নিলেন আগ্নেয়াস্ত্র

বিনোদন ডেস্ক

১ আগস্ট ২০২২ ২৩:৫১

গত ৫ জুন অজ্ঞাতপরিচয়ে হত্যার হুমকি দিয়ে স্বাক্ষরবিহীন চিঠি পাঠায় সালমান খান ও তার বাবাকে। এর পর থেকেই প্রাণ ভয়ে শঙ্কিত বলিউড সুলতান।

কারণ ওই সময় ভারতের জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে গুলি করে হত্যার পর হুমকি দেওয়া হয় সালমানকে। এর পরই নিজের নিরাপত্তাহীনতার কথা পুলিশকে জানান সালমান।

এবার আত্মরক্ষার কারণ দেখিয়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়েছেন এবং ব্যবহার করছেন বুলেটপ্রুফ গাড়ি।

মুম্বাই পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি পুলিশের কেন্দ্রীয় কার্যালয়ে যান সালমান। নিজের নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্সের আবেদন করেন তিনি। আবেদন যাচাইয়ের পর তাকে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স দিয়েছে মুম্বাই পুলিশ।নিজের নিরাপত্তাও বাড়িয়েছেন বলিউড সুপারস্টার।

এর আগে ২০১৮ সালে হত্যার হুমকি পেয়েছিলেন বলি ভাইজানখ্যাত তারকা সালমান খান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]