5891

04/20/2025 রুশ নৌবহরের সদর দফতরে ড্রোন বিস্ফোরণ

রুশ নৌবহরের সদর দফতরে ড্রোন বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

২ আগস্ট ২০২২ ০১:৫৬

রুশ নৌবহরের সদর দফতরে ড্রোন বিস্ফোরণ

ক্রিমিয়া উপদ্বীপে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের সদর দফতরে বিস্ফোরকবাহী একটি ড্রোনের বিস্ফোরণ হয়েছে। আহত হয়েছেন ছয়জন। রবিবার কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিস্ফোরণের ফলে রাশিয়ার নৌবাহিনী দিবস উদযাপনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

সেভাস্তোপোল শহরে অবস্থিত নৌ সদর দফতরের প্রাঙ্গণে ড্রোন বিস্ফোরণের ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। কিন্তু ছোট আকারের এবং ইম্প্রোভাইজ হামলার কারণে ইউক্রেনীয় বিদ্রোহীরা হামলা বলেই প্রতীয়মান হচ্ছে। শহরটি থেকে রুশ সেনাদের তাড়ানোর চেষ্টা করছে ইউক্রেনীয়রা।

ক্রিমিয়ার এক রুশ আইনপ্রণেতা ওলেগা কোভিতিদি জানিয়েছেন, সেভাস্তোপোল থেকেই ড্রোনটি উৎক্ষেপণ করা হয়েছে। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। অঞ্চলটিতে সন্ত্রাসবাদী হামলার ঝুঁকির সতর্কতা দ্বিতীয় সর্বোচ্চ ‘হলুদ’জারি করা হয়েছে।

২০১৪ সালে ক্রিমিয়ার সঙ্গে সেভাস্তোপোলও দখল করে রাশিয়া। ইউক্রেনীয় মূল ভূখণ্ড থেকে ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত। কৃষ্ণ সাগরীয় নৌবহরের প্রেস সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, ড্রোনটি ঘরে নির্মিত। বিস্ফোরক শক্তি কম ছিল ।

ইউক্রেনের নৌবাহিনী ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা জানান, এই ড্রোন হামলা রাশিয়ার প্রতিরক্ষা দূর্বলতা দেখিয়ে দিয়েছে

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]