5940

04/20/2025 এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি

এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি

ক্রীড়া ডেস্ক

৫ আগস্ট ২০২২ ০৩:০০

রাজনৈতিক বৈরিতার কারণে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ মাঠে না গড়ালেও ,বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটিকে মুখোমুখি হতে দেখা যায়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আগামী এশিয়া কাপেও একের অপরের বিপক্ষে খেলবে। তবে মজার ব্যাপার এই আসরে একবার নয় আরও দু’বার মুখোমুখি হতে পারে এ দুটি দল। সূচি প্রকাশের পর তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে।

আগামী ২৭ অগস্ট থেকে এশিয়া কাপ শুরু হবে। যেখানে ২৮ অগস্ট খেলবে প্রতিবেশী দুই দেশ। সূচি অনুযায়ী, গ্রুপ ‘এ’-তে রয়েছে দুই দেশ। একই গ্রুপের তৃতীয় দল হবে বাছাইপর্ব থেকে উঠে আসা একটি দেশ।

কোনো রকম অঘটন না হলে গ্রুপের প্রথম দু’টি স্থানে থাকবে ভারত এবং পাকিস্তান। ফলে দু’দেশই সুপার ফোরে উঠে যাবে। সুপার ফোরে রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দেশ একে অপরের বিপক্ষে খেলবে। সেই ম্যাচটি হতে পারে ৪ সেপ্টেম্বর।

এদিকে সুপার ফোরে যদি ভারত-পাকিস্তান প্রথম দু’টি স্থানে শেষ করে, তবে ১১ সেপ্টেম্বর ফাইনালেও মুখোমুখি হবে দুই দেশ। এমনটি হলে ১৫ দিনের ব্যবধানে তিনবার বিরাট কোহলি ও বাবর আজমদের লড়াই দেখতে পাবে সমর্থকরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]