6023

04/06/2025 অদ্ভুত বিয়ের প্রস্তাবে বিব্রত উর্বশী

অদ্ভুত বিয়ের প্রস্তাবে বিব্রত উর্বশী

বিনোদন ডেস্ক

১১ আগস্ট ২০২২ ০৩:২২

উর্বশী রওতেলা বলিউডের অন্যতম সুন্দরী আকর্ষনীয় নায়িকা। তাঁর সৌন্দর্যে বহু পুরুষ-হৃদয় কাবু। সেই নায়িকা পেয়েছিলেন বিয়ের এক অদ্ভুত প্রস্তাব।

এক সাক্ষাৎকারে এমনই এক অদ্ভুত প্রস্তাবের গল্প ফাঁস করলেন উর্বশী। জানালেন, এক বার এক মিশরীয় গায়কের থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু তাদের মাঝে সংস্কৃতিগত পার্থক্যের কারণে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন নায়িকা। আরও জানান, সেই গায়ক ছিলেন বিবাহিত । তাঁর চার সন্তান এবং দুই স্ত্রী ছিলেন।

উল্লেখ্য, ২০১৩ সালে একটি রোম্যান্টিক কমেডি ‘সিংহ সাব দ্য গ্রেট’ ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয় উর্বশীর। যে ছবিতে সানি দেওল, অমৃতা রাওয়ের সঙ্গে অভিনয় করেণ তিনি। ২০২১ সালে মুক্তি পায় তাঁর প্রথম আন্তর্জাতিক মিউজিক অ্যালবাম।

সূত্রঃ সংবাদ সংস্থা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]