6050

04/20/2025 জনসনের ট্যালকম বেবি পাউডারে ক্যান্সারের উপাদান

জনসনের ট্যালকম বেবি পাউডারে ক্যান্সারের উপাদান

আন্তর্জাতিক ডেস্ক

১৩ আগস্ট ২০২২ ০৫:১০

আগামী বছর থেকে ট্যালকম বেবি পাউডার উৎপাদন ও বিপণন বন্ধের ঘোষণা দিয়েছে জনসন অ্যান্ড জনসন। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের যেসব কারখানায় ট্যালকম পাউডার উৎপাদন হতো, বাণিজ্যিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামীতে সেখানে তৈরি হবে কর্নস্টার্চ ভিত্তিক বেবি পাউডার। ইতোমধ্যে বিভিন্ন দেশে তাদের কর্নস্টার্চ ভিত্তিক বেবি পাউডার বিক্রি শুরু হয়েছে।

বেবি পাউডারে ক্যান্সারের উপাদান মেলার অভিযোগে বছর দুই আগে যুক্তরাষ্ট্রে এ পণ্য বিক্রি বন্ধ হয়ে যায়। এখন সব দেশেই বিক্রি বন্ধের ঘোষণা দিলো মার্কিন হেলথকেয়ার জায়ান্ট।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্যালকম পাউডারে অ্যাজবেস্টসের মত ক্ষতিকর উপাদান থাকায় ডিম্বাশ্বয় ক্যান্সার হচ্ছে বলে হাজারো নারী অভিযোগ করেছেন। তবে জনসন অ্যান্ড জনসন সব সময় দাবি করেছে, গবেষণায় তাদের পণ্য নিরাপদ বলে প্রমাণিত হয়েছে।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]