6096

04/06/2025 ‘বেবিমুন’ সেরে ফিরলেন রণলিয়া

‘বেবিমুন’ সেরে ফিরলেন রণলিয়া

বিনোদন ডেস্ক

১৬ আগস্ট ২০২২ ০৫:৪৫

আলিয়া ভাট, রণবীর কাপুর বলিউডের প্রথম সারির জুটিদের অন্যতম। সন্তান আগমনের বার্তা, সঙ্গে নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’—দুই মিলিয়ে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে ‘রণলিয়া’ জুটি। সোমবার ভোরবেলা পাপারাৎজির ক্যামেরায় ফ্রেমবন্দি কাপুর দম্পতি। ‘বেবিমুন’ সেরে ইটালি থেকে মুম্বই ফিরলেন রণবীর, আলিয়া।

কালো জামায় বেবিবাম্প আড়ালের আপ্রাণ চেষ্টা আলিয়ার। আর অন্য দিকে রণবীরকে দেখা গেল সাধারণ ডেনিম আর শার্টে। 

তারকামহলে ‘বেবিমুন’ এই মুহূর্তে নতুন রেওয়াজ । কিছু দিন আগে সোনম কপূরও ‘বেবিমুন’ কাটাতে পাড়ি দিয়েছিলেন বিদেশে। আর এ বার রণবীর, আলিয়া। তাঁদের দু’জনের গন্তব্যও ছিল সেই ইটালিই। ছবির প্রচারের মাঝেই নিজেদের জন্য একটু সময় বের করে নেওয়া।

‘বেবিমুনে’র মিষ্টি ছবি ফ্রেমবন্দি করতে ভোলেননি মিসেস কাপুর। কখনও খোলা আকাশের নীচে দাঁড়িয়ে আলিয়া। কখনও আবার রণবীরের ভিডিও। এই একান্ত মুহূর্ত দু’জনেই চুটিয়ে উপভোগ করছেন।

চলতি বছরের এপ্রিলে বিয়ে করেন রণবীর, আলিয়া। আর দু’মাস কাটতে না কাটতেই জীবনের আরও এক নতুন অধ্যায়ের ঘোষণা করেন তাঁরা। এখন তাই আপাতত নতুন সদস্যকে স্বাগত জানানোর অপেক্ষা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]