612

04/16/2024 স্বরাষ্ট্রমন্ত্রীর পিএসসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন

স্বরাষ্ট্রমন্ত্রীর পিএসসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন

আদালত প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি ২০২১ ০০:৪১

র‌্যার-৪ এর এএসপি, স্বরাষ্ট্রমন্ত্রীর পিএসসহ ৪৩ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন এক নারী। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে এ মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরকারী বাদীনীর নাম স্বপ্না আক্তার। ব্যবসায়ী পরিচয়দানকারী ওই নারী রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ৫৯৭, দক্ষিণ মানিকদীর বাসিন্দা। আদালত আজ বাদীনির জবানবন্দি গ্রহণ শেষে বৃহস্পতিবার আদেশর জন্য রেখেছেন।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন- র‌্যাব-৪ এর এএসপি উনু মং মারমা, স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস মনির, র‌্যাব- ৪ এর পুলিশ পরিদর্শক আব্দুস সোবহান, এসআই মো. কাওসার ও ক্যা লাহ চিং মারমা, ডিএডি মো. ইফতেখার, এসআই জাহিদুল ইসলাম কবির, এএসআই অমর কুমার দাস, নায়েক হারুন অর রশিদ, কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন ও আরাফাত, ল্যান্স নায়েক সেলিনা আক্তার, শেরে বাংলানগর থানার পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম, এসআই হাফিজুর রহমান, ক্যান্টনমেন্ট থানার এসআই জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জিত রায়, একই থানার এসআই আজিজ শেখ, কনস্টেবল আবুল কালাম ও রোজিনা বেগম, ফরিদা বেগম, উইং কমান্ডার (অব:) নাসির উদ্দীন মোল্লা, ঢাকা-১৭ আসনের এমপির পিএস শিপন, অন-লাইন রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক খান মোহাম্মদ আখতারুজ্জামান, আরিফুর রহমান রঞ্জু, আজাদুর রহমান আজাদ, মহিউদ্দিন বাবু,,কাইয়ূম হাওলাদার, মোহাম্মদ আলী শুভ, আলমগীর হোসেন, ইমরান মাহমুদ চঞ্চল, রাকিবুজ্জামান, ড. এবিএ সাইফুল ইসলাম, হবি, ইদ্রিস আলী, সুফিয়া, মুনমুন ইসলাম, ওয়াকিল উদ্দীন, মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম আজাদ, টিপু খান, হান্নান, নিসান ও মুন্নাফ।

মামলার অভিযোগ সম্পর্কে বাদিনীর আইনজীবী মো. আতিউর রহমান বলেন, ‘বাদিনী মামলার ২৩ নম্বর আসামি খান মোহাম্মাদ আক্তারুজ্জামানের ৬৮ লাখ টাকা পাবেন এবং সে বাদীনীর ৮ কাঠাজমিও দখল করে নিয়েছেন। যা নিয়ে তাদের মধ্যে বিরোধ। সেই বিরোধের জেরে গত বছর ১৯ মে বাদীনীকে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার করায়। এরপর তাকে ঢাকায় এনে বাদীনীর ক্যান্টনমেন্টের বাসা থেকে হেরোইন ও ইয়াবা উদ্ধার দেখিয়ে মিথ্যা অভিযোগে দুইটি মামলা করায়।

দুই দফায় আসামিরা বাদীনীর কাছ থেকে সাড়ে ১৬ লাখ টাকা এবং ২০ স্বর্ণালংকার নিয়েছেন। মিথ্যা মামলায় জেল খাটিয়েছেন। এসব অভিযোগে মামলাটি করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]